৮। লেবাস যেন রেশমী কাপড়ের না হয় 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        মহানবী (ﷺ) বলেন, ‘‘সোনা ও রেশম আমার উম্মতের মহিলাদের জন্য হালাল এবং পুরুষদের জন্য হারাম করা হয়েছে।’’[1] ‘‘দুনিয়ায় রেশম-বস্ত্ত তারাই পরবে, যাদের পরকালে কোন অংশ নেই।’’[2]
হযরত উমার (রাঃ) বলেন, রসূল (ﷺ) রেশমের কাপড় পরতে নিষেধ করেছেন। তবে দুই, তিন অথবা চার আঙ্গুল পরিমাণ (অন্য কাপড়ের সঙ্গে জুড়ে) ব্যবহার করতে অনুমতি দিয়েছেন।[3]তদনুরূপ কোন চর্মরোগ প্রভৃতিতে উপকারী হলে তা ব্যবহারে অনুমতি আছে।[4]
              [1]. তিরমিযী, নাসাঈ, মিশকাত হা/ ৪৩৪১
[2]. বুখারী, মুসলিম, মিশকাত হা/ ৪৩২০
[3]. মুসলিম, মিশকাত হা/ ৪৩২৪
[4]. বুখারী, মুসলিম, মিশকাত হা/ ৪৩২৬
                      
        [2]. বুখারী, মুসলিম, মিশকাত হা/ ৪৩২০
[3]. মুসলিম, মিশকাত হা/ ৪৩২৪
[4]. বুখারী, মুসলিম, মিশকাত হা/ ৪৩২৬