সফরে হলেও শৃঙ্খলা বজায় রাখতে হবে মুসলিমকে 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        জামাআত ও একতাবদ্ধ হয়ে সফর করতে হবে। আর এ জন্য একজনকে আমীর বানিয়ে নিতে হবে। রাসুল (ﷺ) বলেন, إِذَا خَرَجَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ
‘‘যখন তিনজন লোক কোন সফরে বের হয়, তখন তারা যেন তাদের মধ্যে একজনকে আমীর বানিয়ে নেয়।’’[1]
              [1]. আবূ দাঊদ হা/২৬০৮