একজনকে সালাম দেওয়ার পর গাছ বা দেওয়ালের আড়াল হলে 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        একজনকে সালাম দেওয়ার পর গাছ বা দেওয়ালের আড়াল হয়ে পুনরায় দেখা হলে আবার সালাম দেওয়া সুন্নাত। যেহেতু আল্লাহর রসূল (ﷺ) বলেন, ‘‘তোমাদের কারো নিজ ভায়ের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম কর। অতঃপর উভয়ের মাঝে কোন গাছ কিংবা দেওয়াল কিংবা পাথর আড়াল হওয়ার পর আবার সাক্ষাৎ হলে আবার সালাম দাও।’’[1]
              [1]. আবূ দাঊদ হা/৫২০০