সাক্ষাৎ ও বিদায়ের সময় সালাম 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আসার ও সাক্ষাতের সময় যেমন সালাম সুন্নাত, তেমনি যাওয়ার সময় (প্রস্থান ও বিদায়ের সময়)ও সালাম দেওয়া সুন্নাত। আল্লাহর রসূল (ﷺ) বলেন, ‘‘যখন তোমাদের কেউ কোন মজলিসে গিয়ে পৌঁছবে, তখন সে যেন সালাম দেয়। অতঃপর যখন সে উঠে আসার ইচ্ছা করে, তখনও সে যেন সালাম দেয়। যেহেতু দ্বিতীয়টির তুলনায় প্রথমটি অধিক প্রয়োগযোগ্য নয়।’’[1]
              [1]. তিরমিযী, সিলসিলাহ সহীহাহ ১/৩৫৬