রোগী দেখতে গিয়ে তার মাথার নিকট বসা সুন্নাত 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        মহানবী (ﷺ) এক ইয়াহুদী কিশোরকে দেখতে গিয়ে তার মাথার নিকট বসেছিলেন। (বুখারী) ইবনে আব্বাস (রাঃ) বলেন, ‘রাসুল (ﷺ) যখন কোন রোগীকে দেখতে যেতেন, তখন তার শিথানে বসতেন।’ (আল-আদাবুল মুফরাদ ৫৩৬নং)