এমন ছাদে শুবেন না, যার বাঁধ অথবা দেওয়াল নেই 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        যেহেতু ঘুমের ঘোরে অথবা কোন শব্দ শুনে ঘাবড়ে গিয়ে বিপদে পড়তে পারেন। এই জন্য রাসুল (ﷺ) বলেন, ‘‘যে ব্যক্তি এমন ঘরের ছাদে রাত্রিযাপন করে, যার কোন আড়াল নেই, সে ব্যক্তির উপর থেকে (নিরাপত্তার) দায়িত্ব উঠে যায়।’’[1]
              [1]. মুসনাদে আহমাদ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ২০২২৫, আল-আদাবুল মুফরাদ ১১৯২, আবূ দাঊদ হা/৫০৪১