প্রশ্ন: যখন তোমাকে জিজ্ঞেস করা হয়, যখন তুমি কোন স্থানে অবতরণ করবে তখন কি বলবে? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        উত্তর: বল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে যা বলতে নির্দেশনা দিয়েছেন তাই বলবো। তিনি বলেন, “যে ব্যক্তি কোনো স্থানে অবতরণ করে বলবে, ‘আল্লাহর পরিপূর্ণ বাক্য দ্বারা তাঁর মাখলুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই, সেই স্থান ত্যাগ করার পূর্ব পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। (সহীহ মুসলিম)