ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ২৭. কারোর সাথে সাক্ষাত করতে গিয়ে সেখানে কিছুক্ষণ অবস্থান করলে তার অনুমতি ছাড়া প্রস্থান করা      
      
   
      আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
إِذَا زَارَ أَحَدُكُمْ أَخَاهُ فَجَلَسَ عِنْدَهُ ، فَلاَ يَقُوْمَنَّ حَتَّى يَسْتَأْذِنَهُ
‘‘যখন তোমাদের কেউ তার কোন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাত করতে গিয়ে সেখানে কিছুক্ষণ বসে তখন সে যেন তার অনুমতি ছাড়া সেখান থেকে না দাঁড়ায়’’।[1]
 [1] (স্বা’হীহুল-জা’মি’, হাদীস ৫৮৩)