ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ৬০. মহিলাদের রাস্তার মধ্যভাগ দিয়ে চলাফেরা করা      
      
   
      আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لَيْسَ لِلنِّسَاءِ وَسَطُ الطَّرِيْقِ
‘‘রাস্তার মধ্যভাগ মহিলাদের জন্য নয়’’।[1]
> [1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৫৪২৫)