ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ১২৮. স্থির পানিতে প্রস্রাব করা      
      
   
      আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يَبُوْلَنَّ أَحَدُكُمْ فِي الْـمَاءِ الدَّائِمِ الَّذِيْ لاَيَجْرِيْ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ
‘‘তোমাদের কেউ স্থির পানিতে প্রস্রাব করবে না। অতঃপর সে নিজেই তো আবার সে পানি দিয়ে গোসল করবে’’।[1]
> [1] (বুখারী, হাদীস ২৩৯ মুসলিম, হাদীস ২৮২)