ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   ফাতাওয়া আরকানুল ইসলাম  কিতাবুল হজ্জ   শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ)          
      
   
     প্রশ্ন: (৪৬৮) ইহরামের কাপড় পরিধান করার পর গোসল করার বিধান কী?      
      
   
      উত্তর: ইহরামে প্রবেশ করার পর গোসল করতে কোনো বাধা নেই। কেননা তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। চাই একবার গোসল করুক বা দু’বার। কিন্তু ইহরাম অবস্থায় স্বপ্নদোষ হলে জানাবাতের (নাপাকীর) গোসল করা ওয়াজিব। আর ইহরাম বাঁধার সময় গোসল করা সুন্নাত।