ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ৩১৯. কসম করে তা দ্রুত ভঙ্গ করা      
      
   
      আল্লাহ্ তা’আলা বলেন:
وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا ۚ إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ
‘‘তোমরা আল্লাহ্ তা’আলার সাথে সম্পাদন করা ওয়াদা পূরণ করো এবং তাঁর নামে করা দৃঢ় অঙ্গীকার কখনো ভঙ্গ করো না। কারণ, তোমরাই তো একদা স্বেচ্ছায় তাঁকে এ ব্যাপারে জিম্মাদার বানালে। নিশ্চয়ই আল্লাহ্ তা’আলা তোমাদের সকল কর্মকান্ড সম্পর্কে সম্যক অবগত’’। (না’হল : ৯১)