ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   জান্নাত-জাহান্নাম  জান্নাতীদের সুগন্ধি    আবদুল হামীদ ফাইযী          
      
   
     জান্নাতীদের সুগন্ধি       
      
   
      জান্নাতের এমন সুগন্ধ আছে, যার ঘ্রাণ বহু বছরের দুরবর্তী পথ থেকেও পাওয়া যায়। তবুও জান্নাতে জান্নাতীরা সুগন্ধি কাঠের খোশবু ব্যবহার করবে। তাদের শরীর থেকে যে ঘাম বের হবে, তাতেও হবে কস্তুরীর সুগন্ধ। (বুখারী)