ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ১৯. কোন পাত্রে সোনা বা রুপার আংশিক মিশ্রণ থাকলে কি তা জায়েয?      
      
   
      স্বর্ণ হলে কোন মতেই জায়েয নয়। তবে রুপা হলে এবং এর পরিমাণ খুব অল্প হলে ঐ পাত্রটি ব্যবহার করা জায়েয।