ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ৪২. খাৎনা কি ইবাদতের মধ্যে গণ্য? - [১.৫ (ছ) খাৎনা করা]
      
      
   
      হা, খাৎনা করা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ইবাদাত। রাসূলুল্লাহ (স) বলেছেন,
“আল্লাহর নবী ইবরাহীম (আঃ) আশি বছর বয়সে খাৎনা করেছেন।” আর আল্লাহ তাআলা বলেছেন,
“তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়ে নির্দেশ দিয়েছি যে, তুমি মিল্লাতে ইবরাহীমের অনুসরণ করো, যে ছিল একনিষ্ঠ।” (সূরা ১৬; নাহল ১২৩)