ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায)   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ২.১৬ (গ) তাহিয়্যাতুল ওযু - ৭২. তাহিয়্যাতুল ওযূর সালাত কি উপলক্ষে এবং কখন ও কিভাবে পড়তে হয়?      
      
   
      ওযু এবং গোসলের পর এ সালাত আদায় করতে হয়। অন্যান্য নফল সুন্নাতের মতোই এ দু'রাকআত সালাত। যখনই ওযূ বা গোসল করবে ওযু-গোসল শেষে তখনই দু’রাকআত এ সালাত আদায় করা। আর এ সালাত দিনে ও রাতে যেকোন সময় আদায় করা যায়।