ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায)   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ১৫৩. ঈদ ও জুমু'আ একই দিনে হলে ‘জুমু'আ পড়ার হুকুম কী?      
      
   
      এমন হলে যার ইচ্ছা সেদিন জুমু'আ পড়বে। আর না পড়লে গুনাহ হবে না। তবে জুমু'আ না পড়লে যোহরের সালাত আদায় করতে হবে। উল্লেখ্য যে, জুমুআর দিন ঈদ হলে ইমামের জন্য জুমু'আর সালাত আদায় করা বাধ্যতামূলক।