ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায)   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ২০১. প্রথম তাকবীর ছাড়া পরবর্তী তাকবীরগুলোতে কি হাত উঠাবে?      
      
   
      এ ব্যাপারে রাসূলুল্লাহ (সা.) থেকে কোন দলীল পাওয়া যায় না। কিন্তু সাহাবী ইবনে উমর, ইবনে আব্বাস ও আনাস (রা.) প্রতি তাকবীরেই হাত উঠাতেন। (নাইলুল আউতার- ৪/৬২)। অতএব, সাহাবাদের আমল হিসেবে হাত উঠাতে পারেন, আবার কেউ না উঠালেও কোন সমস্যা নেই।