ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা)   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ৫১. কোন সিয়াম পালনকারী তার সিয়াম ভঙ্গ করার নিয়ত করেছে কিন্তু সে তখনো কোন খানাপিনা খায়নি- তার সিয়াম কি ঠিক আছে, নাকি ভেঙে গেছে?       
      
   
      তার সিয়াম ভঙ্গ হয়ে গেছে। কারণ সিয়ামের জন্য নিয়ত ফরয। আর এ ফরয তার তরক হয়ে গেছে। কাজেই রোযা তার ভেঙে গেছে খাবার বা পানীয় গ্রহণ ছাড়াই।