ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা)   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ৫৪. বিনা প্রয়োজনে যদি কোন মহিলা স্বীয় বাচ্চাকে রোযা অবস্থায় খাদ্য চিবিয়ে দেয় তবে তার হুকুম কী?      
      
   
      রোযা মাকরূহ হবে অর্থাৎ অন্য লোকে যদি খাদ্য চিবিয়ে দেওয়ার মতো থাকে বা অন্য কোন উপায়ে যদি শিশুকে খাদ্য চিবিয়ে দেওয়া যায়, তাহলে রোযাদার মহিলার জন্য চিবিয়ে দেওয়া মাকরূহ হবে। বিঃদ্রঃ- প্রয়োজনবশত: চিবিয়ে দিলে তা মাকরূহ হবে না বরং চিবিয়ে দেওয়ার সময় সতর্ক হতে হবে যাতে পেটে খাদ্যের কিছু অংশ চলে যায়।