ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  তৃতীয় অধ্যায় - বৈপরীত্য   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ৩. ৭. ৪. কোথায় ছিলেন ফেরেশতা?      
      
   
      আমরা দেখলাম, মথি লেখেছেন, ফেরেশতা কবরের বাইরে পাথরের উপরে বসে ছিলেন। পক্ষান্তরে মার্ক নিশ্চিত করেছেন যে, কবরে প্রবেশ করার পরে তারা ফেরেশতাকে কবরের মধ্যে ডান দিকে বসে থাকতে দেখলেন। আমরা দেখব, যোহন লেখেছেন যে, দু’জন ফেরেশতা যীশুর মাথার ও পায়ের স্থানে বসে ছিলেন।