ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  ষষ্ঠ অধ্যায় - ঈশ্বর ও নবীগণ বিষয়ক অশোভনীয়তা   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ৬. ১. ২৯. ৮. ব্যভিচার ও হত্যার বিপক্ষে না পক্ষে      
      
   
      যাত্রাপুস্তক ২০/১৩-১৪: ‘‘নরহত্যা করিও না। ব্যভিচার করিও না।’’ কিন্তু সখরিয় ১৪/২: ‘‘কারণ আমি সমুদয় জাতিকে যুদ্ধার্থে যিরূশালেমের বিরুদ্ধে সংগ্রহ করিব; তাহাতে নগর শত্রুহস্তগত, সকল গৃহের দ্রব্য লুণ্ঠিত, ও স্ত্রীলোকেরা বলাৎকৃত হইবে।’’ এভাবে এখানে ঈশ্বর তাঁর নিজের নির্বাচিত জনগণকে অর্থাৎ ইহুদিদেরকে হত্যার এবং তাদের নারীদের শ্লীলতাহানীর জন্য সকল জাতিকে নির্দেশ দিলেন।