ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  ষষ্ঠ অধ্যায় - ঈশ্বর ও নবীগণ বিষয়ক অশোভনীয়তা   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ৬.২.১১. ঈশ্বরের পুত্র ও খ্রিষ্ট দাউদের অশালীনতা ও পাপ!      
      
   
      ঈশ্বরের অন্য নবী দাউদ। ইহুদি-খ্রিষ্টান ধর্মের প্রাণপুরুষ তিনি। দাউদের বংশধর হওয়া যীশুর অন্যতম পরিচয়। দাউদও ঈশ্বরের খ্রিষ্ট, মসীহ বা অভিষিক্ত (anointed, Messiah, Christ) ছিলেন (গীতসংহিতা ৮৯/২০-২৭)। উপরন্তু দাউদ ঈশ্বরের পুত্র (Son) বা ‘ইবনুল্লাহ’, ঈশ্বরের জন্মদেওয়া বা ‘জাত’ (begotten) পুত্র এবং প্রথমপুত্র (firstborn) (গীতসংহিতা ২/৭; ৮৯/২০-২৭)। বাইবেল আরো সাক্ষ্য দিয়েছে যে, রাজা দাউদ ঈশ্বরের একজন ফেরেশতা: the king is as an angel of God (২ শামুয়েল ১৯/২৭)।
দাউদের বিষয়েও বিভিন্ন অশোভন ও পাপকর্মের কথা বাইবেল বলছে: