ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ৮. ১. ৬. বাইবেলের মৃত্যুদণ্ডযোগ্য অপরাধসমূহ      
      
   
      উপরে আমরা নরবলি, পশুবলি, হত্যা করে পোড়ানো বা পুড়িয়ে হত্যা করা বিষয়ে বাইবেলীয় কিছু বিধান জানলাম। এ প্রসঙ্গে আমরা বাইবেলের মৃত্যুদণ্ডযোগ্য কিছু পাপ উল্লেখ করছি, যেগুলোর কারণে পাপীকে পুড়িয়ে, পাথর মেরে বা টাঙিয়ে হত্যা করতে হবে।