ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ৮. ১. ১৭. ৯. নারীর জন্য চুল ছোট করা নিষিদ্ধ      
      
   
      ‘‘স্বাভাবিক বুদ্ধি দিয়ে কি এটা বুঝা যায় না যে, পুরুষ যদি লম্বা চুল রাখে তবে তাতে তার অসম্মান হয়, কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে তবে তাতে তার গেŠরব হয়? নিজেকে ঢাকবার জন্যই তো স্ত্রীলোককে লম্বা চুল দেওয়া হয়েছে। যদি কেউ এই নিয়ে তর্ক করতে চায় আমি বলব যে, অন্য কোন নিয়ম আমাদের মধ্যেও নেই বা আল্লাহর জামাতগুলোর মধ্যেও নেই।’’ (১ করিন্থীয় ১১/১৪-১৬)