ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     ৯. ৩. ১. ১২. সৎ ও অসৎ সবাইকে হত্যা করার ঘোষণা      
      
   
      ঈশ্বরের তরবারি নিষ্কোষিত! তা আর কোষবদ্ধ হবে না! তিনি সৎ ও অসৎ সবাইকে হত্যা করবেন। ‘‘আমি খাপ থেকে আমার তলোয়ার বের করে তোমার মধ্য থেকে সৎ ও দুষ্ট সবাইকে মেরে ফেলব। সৎ ও দুষ্ট সবাইকে মেরে ফেলবার জন্য আমার তলোয়ার খাপ থেকে বের হয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত লোককে মেরে ফেলবে। তখন সব লোক জানবে যে আমি মাবুদই খাপ থেকে তলোয়ার বের করেছি; তা আর ফিরবে না।’’ (ইহিস্কেল ২১/৩-৪)