ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা  দশম অধ্যায় - পবিত্র বাইবেল ও মুহাম্মাদ (ﷺ)   ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)          
      
   
     (১২) যিশাইয় ২৯/১২      
      
   
      ‘‘আবার যে লেখা পড়া জানে না, তাকে যদি সে তা দিয়ে বলে, মেহেরবানী করে এটি পাঠ কর, তবে সে জবাবে বলবে, আমি পড়তে জানি না।’’ (মো.-১৩)
কোন কোন দাবি করেন যে, এটাও মুহাম্মাদ (ﷺ) বিষয়ক একটা ভবিষ্যদ্বাণী। কারণ তাঁর ক্ষেত্রে এ বিষয়টা অবিকল ঘটেছে। হেরা গুহায় জিবরাইল (আ) যখন তাকে পড়তে বলেন তখন তিনি বলেন, ‘‘আমি পড়তে জানি না।’’