ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   জানাযার বিধিবিধান  জানাযার বিধিবিধান সংক্রান্ত ৭০টি প্রশ্ন   শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ.          
      
   
     ৩২: মৃত মহিলাকে ক্ববরে নামানোর সময় ক্ববরকে ঢেকে রাখার বিধান কি? আর কত সময় ঢেকে রাখতে হবে?       
      
   
      কোনো কোনো বিদ্বান উল্লেখ করেছেন যে, মহিলাকে ক্ববরে নামানোর সময় তার ক্ববরকে ঢেকে রাখতে হবে, যাতে তার শরীরের দর্শনীয় স্থান প্রকাশ না পায়। তবে তা ওয়াজিব নয়। মহিলার ক্ববরের উপরে ইট সাজানো পর্যন্ত ঢেকে রাখতে হবে।