ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   জানাযার বিধিবিধান  জানাযার বিধিবিধান সংক্রান্ত ৭০টি প্রশ্ন   শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ.          
      
   
     ৩৫: ক্ববরস্থানে প্রবেশের সময় ডান পা আগে এবং বের হওয়ার সময় বাম পা আগে রাখার হুকুম কি?      
      
   
      এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম–এর কোনো হাদীছ নেই। সুতরাং মানুষ স্বাভাবিকভাবে যে পা আগে পড়ে, সেই পা দিয়ে প্রবেশ করবে। স্বাভাবিক চলার গতিতে ডান পা আগে পড়লে ডান পা দিয়ে ঢুকবে, আর বাম পা আগে পড়লে বাম পা দিয়ে ঢুকবে। হাদীছ থেকে কোনো দলীল স্পষ্ট হওয়া পর্যন্ত এই আমল চলবে।