ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   দ্বীনী প্রশ্নোত্তর  আখলাক ও ব্যবহার   আবদুল হামীদ ফাইযী          
      
   
     ‘ধূমপান নিষেধ’ লেখা সত্বেও অনেকে তা পালন করে না। সরকারীভাবে তা নিষেধ করা হলে সে নির্দেশ অমান্য করার জন্য ধূমপায়ী কি গোনাহগার হবে না?      
      
   
      সে দুইভাবে পাপী হবে। শরয়ী আইন অমান্য করে ধূমপান করার জন্য। আর সরকারী আইন ও নির্দেশ অমান্য করার জন্য। (ইবনে বায)।