ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   দ্বীনী প্রশ্নোত্তর  লেনদেন ও ব্যবসা-বাণিজ্য   আবদুল হামীদ ফাইযী          
      
   
     অসুস্থ হলে আমি অফিস থেকে দশ দিনের ছুটি নিয়েছিলাম। কিন্তু পাঁচ দিনের মাথায় আমার অসুখ সেরে যায়। বাকি ছুটি ভোগ করার অধিকার কি আমার ছিল?      
      
   
      আপনার উচিৎ ছিল অসুখ সেরে যাবার পর অফিসে হাজির হওয়া এবং ম্যানেজারের কাছে সে কথা জানানো। সে অনুমতি দিলে আপনি বাকি ছুটি ভোগ করতেন। না দিলে কাজে যোগ দিতেন। (ইবনে উসাইমিন)