ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   দ্বীনী প্রশ্নোত্তর  লেনদেন ও ব্যবসা-বাণিজ্য   আবদুল হামীদ ফাইযী          
      
   
     ঘুষ দিয়ে চাকুরী নেওয়া বৈধ কি?      
      
   
      ঘুষ দিয়ে চাকুরী দেওয়া নেওয়া বৈধ নয়। চাকুরী দিতে হবে পরীক্ষা বিবেচনার মাধ্যমে যোগ্যতম ব্যক্তিকে। যোগ্যতায় সমান হলে লটারির মাধ্যমে নিতে হবে। ঘুষ খেয়ে কাউকে চাকুরী দেওয়া বা নেওয়া এবং যোগ্য লোকের অধিকার নষ্ট করা বৈধ নয়। ‘আল্লাহর রাসুল (সঃ) ঘুষখোর, ঘুষ দাতা (উভয়কেই) অভিশাপ করেছেন।’ (আবু দাউদ ৩৫৮০, তিরমিজি ১৩৩৩৭, ইবনে মাজাহ ২৩১৩, ইবনে হিব্বান, হাকেম ৪/১০২-১০৩, সহিহ আবু দাউদ ৩০৫৫ নং)