ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা  বিদায়ী তাওয়াফطواف الوداع    অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     ২০৫- বিদায়ী তাওয়াফের ক্ষেত্রে সাধারণতঃ কি কি ভুল হাজীরা করে থাকে?      
      
   
      ভুলগুলো নিম্নরূপঃ
(১) বিদায়ী তাওয়াফ না করেই মক্কা ত্যাগ করে এতে ওয়াজিব ছুটে যায়।
(২) ১১ই যিলহজ্জে কেউ কেউ মক্কা ত্যাগ করে চলে যায়। যেতে হবে ১২ তারিখের দুপুরের পর কংকর নিক্ষেপ শেষ করে।