ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   কিয়ামতের আলামত  কিয়ামতের ছোট আলামত   আব্দুল্লাহ্ শাহেদ আল-মাদানী          
      
   
     ৩) বায়তুল মাকদিস (ফিলিস্তীন) বিজয়      
      
   
      নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ কিয়ামতের পূর্বে ছয়টি বস্ত্ত গণনা করো। তার মধ্যে বায়তুল মাকদিস বিজয় অন্যতম।[1]
উমার ইবনুল খাত্তাব (রাঃ)এর শাসনামলে হিজরী ১৬ সালে বায়তুল মাকদিছ বিজয়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হয়েছে।
 [1] - বুখারী, অধ্যায়ঃ কিতাবুল জিযইয়্যাহ।