ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   দৈনন্দিন জীবনে ইসলাম [যাকাত অধ্যায়]  স্বর্ণ ও রৌপ্যের যাকাত   শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন          
      
   
     চাকুরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকার যাকাত আদায়ের বিধান      
      
   
      প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকা খরচ করার ব্যাপারে মালিকের স্বাধীনতা থাকলে অর্থাৎ যেকোন সময়ে উঠানো সম্ভব হলে যাকাত দিতে হবে। আর স্বাধীনতা না থাকলে যখন পাবে তখন সব টাকার যাকাত দিতে হবে। কারণ যাকাত বের করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে- সম্পদের উপর মালিকের স্বাধীনতা থাকা।[1]
 [1]. ফিক্বহুস সুন্নাহ ১/৩৯৫ পৃঃ।