ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   হজ্জ, উমরা ও যিয়ারত গাইড  হজ্জ কর্মসমূহের সংক্ষিপ্ত ইতিহাস   ইসলামহাউজ.কম          
      
   
     তাওয়াফ       
      
   
      পবিত্র কুরআনে এসেছে : এবং আমি ইব্রাহীম ও ইসমাইলকে (আঃ) দায়িত্ব দিলাম যে তোমরা আমার ঘর পবিত্র করো তাওয়াফকারী ও ইতিকাফকারীদের জন্য।[1] এ আয়াত থেকে বুঝা যায় তাওয়াফ কাবা নির্মাণের পর থেকেই শুরু হয়েছে।
 [1] وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ  (সূরা আল বাকারা : ১২৫)