ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   হজ্জ, উমরা ও যিয়ারত গাইড  যিয়ারতে মদিনা   ইসলামহাউজ.কম          
      
   
     এলাকাবাসীর করণীয়       
      
   
      ইবনে ওমর থেকে বর্ণিত এক হাদিসে এসেছে—তুমি যখন হাজির সাথে সাক্ষাৎ করবে তাঁকে সালাম দেবে, তাঁর সাথে মুসাফা করবে, ও তাঁকে তোমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলবে, তার ঘরে প্রবেশের পূর্বেই। কেননা তার গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে।[1]
 [1] আহমদ : ৫১১৬