ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল  সপ্তম অধ্যায় - রোযা অবস্থায় যা বৈধ   আবদুল হামীদ ফাইযী          
      
   
     ৪। দিনে ঘুমানো      
      
   
      রোযাদারের জন্য দিনে ঘুমানো বৈধ। কিন্তু সকল নামায তার যথাসময়ে জামাআত সহকারে আদায় করতে অবহেলা প্রদর্শন করা বৈধ নয়। যেমন, বিভিন্ন ইবাদতের কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করা উচিৎ নয়। বরং উচিৎ হল, ঘুমিয়ে সময় নষ্ট না করে রমাযানের সেই মাহাত্ম্যপূর্ণ সময়কে নফল নামায, যিক্র-আযকার ও কুরআন কারীম তেলাঅত দ্বারা আবাদ করা। যাতে তার রোযার ভিতরে নানা প্রকার ইবাদতের সমাবেশ ঘটে।[1]
 [1] (ইবনে উষাইমীন, ফাসিঃ মুসনিদ ৩১-৩২পৃঃ)