ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল  অষ্টদশ অধ্যায়- যে দিনগুলিতে রোযা রাখা নিষিদ্ধ   আবদুল হামীদ ফাইযী          
      
   
     ১১। শবেবরাতের রোযা      
      
   
      ১৫ই শা’বানকে শবেবরাত বলা ভুল। যেমন তার রোযাও বিদআত। কারণ, এ ব্যাপারে কোন সহীহ হাদীস বর্ণিত হয় নি। অবশ্য অভ্যাসগতভাবে মাসের ৩টি রোযার ১টি ঐ দিনে হলে দোষাবহ নয়।