ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   দ্বীনী প্রশ্নোত্তর  বিবাহ ও দাম্পত্য   আবদুল হামীদ ফাইযী          
      
   
     বিদেশে থাকা অবস্থায় বিধবা হলে মহিলা কোথায় ইদ্দত পালন করবে?      
      
   
      যে ঘরে থাকা অবস্থায় স্বামী মারা গেছে, সে ঘরেই ইদ্দত পালন করতে হবে। অবশ্য সেখানে যদি দেখাশোনা করার কেউ না থাকে, তাহলে শ্বশুরবাড়ি অথবা মায়ের বাড়িতে ফিরে গিয়ে ইদ্দত পালন করতে পারবে। ৬০৭ (লাজনাহ দায়েমাহ)