ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   নবীদের কাহিনী  হযরত মুহাম্মাদ (সাঃ) - মাদানী জীবন   ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব          
      
   
     খায়বরের পথে রাসূলুল্লাহ (ছাঃ) (مسير الرسول صـ إلى خيبر)      
      
   
      যুদ্ধ কৌশল বিবেচনা করে রাসূলুল্লাহ (ছাঃ) উত্তর দিকে সিরিয়ার পথ ধরে খায়বর অভিমুখে যাত্রা করলেন। যাতে বনু গাত্বফানের পক্ষ থেকে ইহূদীদের সাহায্য প্রাপ্তির পথ বন্ধ করা যায় এবং ইহূদীরাও এপথে পালিয়ে যাবার সুযোগ না পায়।