ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   হারাম ও কবিরা গুনাহ  গুনাহ্’র অপকার   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত      
      
   
      ১. গুনাহ্গার ব্যক্তি ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হয়। কারণ, ধর্মীয় জ্ঞান হচ্ছে নূর বা আলো যা আল্লাহ্ তা‘আলা তাঁর ইচ্ছানুযায়ী যে কারোর অন্তরে ঢেলে দেন। আর গুনাহ্ সে নূরকে নিভিয়ে দেয়।