ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   হারাম ও কবিরা গুনাহ  গুনাহ্’র অপকার   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     গুনাহ্গারের অন্তরে এক ধরনের বিক্ষিপ্ত ভাব সৃষ্টি      
      
   
      ৩. গুনাহ্’র কারণে গুনাহ্গারের অন্তরে এক ধরনের বিক্ষিপ্ত ভাব সৃষ্টি হয়। যার দরুন আল্লাহ্ তা‘আলা ও তার অন্তরের মাঝে এমন এক দূরত্ব জন্ম নেয় যার ক্ষতিপূরণ আল্লাহ্ তা‘আলা না চায় তো কখনোই সম্ভব নয়।