ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   হারাম ও কবিরা গুনাহ  হারাম ও কবীরা গুনাহ্ পরিচিতি   মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী          
      
   
     বিচারের ক্ষেত্রে কোন কারণে সঠিক সিদ্ধান্তে পৌঁছা সম্ভবপর না হলে অন্ততপক্ষে পরস্পরের ছাড়ের ভিত্তিতে একান্ত বুঝাপড়ার মাধ্যমে কোন এক সিদ্ধান্তে উপনীত হওয়াও জায়িয।       
      
   
      আবূ হুরাইরাহ্ ও ‘আমর বিন্ ‘আউফ্ (রা.) থেকে বর্ণিত তাঁরা বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْـمُسْلِمِيْنَ ؛ إِلاَّ صُلْحًا أَحَلَّ حَرَامًا أَوْ حَرَّمَ حَلَالًا.
‘‘মুসলিমদের মাঝে পরস্পরের বুঝাপড়ার ভিত্তিতে কোন এক সিদ্ধান্তে উপনীত হওয়াও জায়িয। তবে সে সিদ্ধান্ত এমন যেন না হয় যে, তাতে কোন হারামকে হালাল করা হয়েছে অথবা হালালকে হারাম করা হয়েছে’’। (আবূ দাউদ ৩৫৯৪; তিরমিযী ১৩৫২; ইব্নু মাজাহ্ ২৩৮২)