ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   ইসলামী জীবন-ধারা  বেশভূষার আদব   আবদুল হামীদ ফাইযী          
      
   
     ৬। লেবাস যেন কোন কাফের মহিলার অনুকৃত না হয়      
      
   
      প্রিয় নবী (ﷺ) বলেন, ‘‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন (লেবাসে-পোশাকে, চাল-চলনে অনুকরণ) করবে সে তাদেরই দলভুক্ত।’’[1]
 [1]. আবূ দাঊদ, মিশকাত হা/ ৪৩৪৭