ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   ইসলামী জীবন-ধারা  বেশভূষার আদব   আবদুল হামীদ ফাইযী          
      
   
     ৭।  নারীদের লেবাস যেন পুরুষদের লেবাসের অনুরূপ না হয়      
      
   
      মহানবী (ﷺ) সেই নারীদেরকে অভিশাপ দিয়েছেন, যারা পুরুষদের বেশ ধারণ করে এবং সেই পুরুষদেরকেও অভিশাপ দিয়েছেন, যারা নারীদের বেশ ধারণ করে।’’[1] তিনি সেই পুরুষকে অভিশাপ দিয়েছেন, যে মহিলার মত লেবাস পরে এবং সেই মহিলাকেও অভিশাপ দিয়েছেন, যে পুরুষের মত লেবাস পরে।[2]
 [1]. আবূ দাঊদ হা/৪০৯৭, ইবনে মাজাহ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/১৯০৪
[2]. আবূ দাঊদ হা/৪০৯৮, ইবনে মাজাহ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/১৯০৩
                [2]. আবূ দাঊদ হা/৪০৯৮, ইবনে মাজাহ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/১৯০৩