ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   ইসলামী জীবন-ধারা  সফরের আদব   আবদুল হামীদ ফাইযী          
      
   
     সফরের কাজ শেষ হলে অতি সত্বর বাড়ি ফিরে আসুন      
      
   
      যেহেতু মহানবী (ﷺ) বলেন, ‘‘সফর হল আযাবের একটি টুকরা। সফর তোমাদেরকে (নিয়মিত) পানাহার ও নিদ্রা থেকে বিরত রাখে। সুতরাং নিজ প্রয়োজন শেষ হলেই পরিবারের প্রতি সত্বর প্রত্যাবর্তন কর।’’[1]
 [1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ১৮০৪, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/১৯২৭ প্রমুখ