ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   ইসলামী জীবন-ধারা  সালামের আদব   আবদুল হামীদ ফাইযী          
      
   
     মুসলিম ভাইয়ের সাথে ৩ দিনের বেশী সালাম বন্ধ রাখা বৈধ নয়      
      
   
      কারণবশতঃ যদি কোন মুসলিম ভায়ের সাথে আপনার সালাম-কালাম বন্ধ থাকে, তাহলে তা ৩ দিনের বেশী বৈধ নয়। যেহেতু রাসুল (ﷺ) বলেন, নিজ ভাইকে তিন দিনের বেশী (কথাবার্তা, সালাম-কালাম বন্ধ রেখে) বর্জন করা কোন মুসলিম মানুষের জন্য বৈধ নয়; সাক্ষাৎ হলে এও মুখ ফিরিয়ে নেয় এবং ওও মুখ ফিরিয়ে নেয়। আর এদের মধ্যে উত্তম হল সেই ব্যক্তি, যে প্রথমে সালাম দেয়।’’[1]
 [1]. বুখারী, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২৫৬০, আবূ দাঊদ প্রমুখ