ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   ইসলামী জীবন-ধারা  মজলিসের আদব   আবদুল হামীদ ফাইযী          
      
   
     মজলিসে না হাসা      
      
   
      মজলিসে প্রগলভ হয়ে প্রায় সর্বদা সব কথাতে, হাসির কথাতে এবং অহাসির কথাতেও ‘হো-হো, হা-হা’ করে হাসা বৈধ নয়। রাসুল (ﷺ) বলেন, ‘‘তোমরা বেশী বেশী হেসো না। কারণ, অধিক হাসিতে হৃদয় মারা যায়।’’ (ইবনে মাজাহ ৪১৯৩নং)
বলাই বাহুল্য যে, ঐ শ্রেণীর হাস্যকারী লোকের গাম্ভির্য থাকে না এবং অপরের মনে তার প্রতি সম্মান ও সমীহ লোপ পায়।