ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   ফাতাওয়া আরকানুল ইসলাম  সালাত   শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ)          
      
   
     (৩৩৩) ঈদের নামাযের পূর্বে দলবদ্ধভাবে মাইক্রোফোনে তাকবীর প্রদান করার বিধান কি?      
      
   
      প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে তাকবীর পাঠ করা বৈধ নয়। কেননা এধরণের পদ্ধতি নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বা ছাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। সুন্নাত হচ্ছে প্রত্যেক ব্যক্তি নিজে নিজে আলাদাভাবে তাকবীর পাঠ করবে।